আমতলীতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত এএসপি আব্দুস সোবাহান নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫

আমতলীতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত এএসপি আব্দুস সোবাহান নিহত

আমতলীতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত এএসপি আব্দুস সোবাহান নিহত
আমতলীতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত এএসপি আব্দুস সোবাহান নিহত


আমতলী (বরগুনা) প্রতিবেদক:

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) আলহাজ্ব মো. আব্দুস সোবাহান (৮০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কের আমতলী ডাক্তারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত এএসপি আব্দুস সোবাহান দুপুরে বাড়ি থেকে আমতলী বাজারে যাওয়ার পথে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা মেট্রো–চ–৫১–০০৫৪ নম্বর একটি অ্যাম্বুলেন্স পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুম বিল্লাহ তাকে মৃত ঘোষণা করেন।


নিহতের ছোট ভাই মো. দেলোয়ার হোসেন জানান, “ভাই রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি অ্যাম্বুলেন্স পিছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।”


আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুম বিল্লাহ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।


আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

Post Top Ad

Responsive Ads Here