ঐতিহ্যবাহী তেলজুড়ী নৌকাবাইচ মেলায় লাখো মানুষের ঢল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

ঐতিহ্যবাহী তেলজুড়ী নৌকাবাইচ মেলায় লাখো মানুষের ঢল

 

ঐতিহ্যবাহী তেলজুড়ী নৌকাবাইচ মেলায় লাখো মানুষের ঢল
ঐতিহ্যবাহী তেলজুড়ী নৌকাবাইচ মেলায় লাখো মানুষের ঢল

আব্দুল্লাহ আল মামুন রনি, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্যের অন্যতম ধারক নৌকাবাইচ ও গ্রামীণ মেলা। আধুনিক বিনোদনের ভিড়ে বিলুপ্তপ্রায় এই ঐতিহ্য এখনো ধরে রেখেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী নৌকাবাইচ ও মেলা। প্রায় দেড় শতাব্দী ধরে কুমার নদে এ আয়োজন হয়ে আসছে।


বাংলা ৯ আশ্বিন, তদনুযায়ী ২৬ সেপ্টেম্বর আয়োজিত এ মেলাকে কেন্দ্র করে সকাল থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামগুলোতে। নদীর দুই তীরে এবং নৌকায় ভেসে আসা অর্ধলক্ষাধিক মানুষের ঢল নামে।


এ বছর নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেয় ছোট-বড় ১০টি নৌকা। মেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজধানীর আরডিডি গ্রুপের কর্ণধার আজিজুল আকিল ডেভিড সিকদার।


নৌকাবাইচ শেষে বিজয়ী তিন নৌকার মালিকদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এ সময় তিনি বলেন— “আমাদের এলাকার এ ঐতিহ্যকে ধরে রাখতে হবে। এজন্য যা করার প্রয়োজন, আমি করব বলে আশাবাদী।”


সকাল থেকেই কুমার নদ পাড়ে জমে ওঠে নানা পসরা। মিষ্টির দোকান, খেলনা, খাবার, ইলিশ মাছ ও গেন্ডারি আখ মেলার ঐতিহ্য হিসেবে ভিড় টানে ক্রেতাদের। অনেক পরিবার জামাই-নাতি-নাতনিদের নিয়ে উৎসবে মেতে ওঠেন।


রেনিনগর গ্রামের দর্শনার্থী মেহেদি হাসান বলেন— “প্রতি বছরের মতো এবারও এসেছি। নৌকাবাইচের পাশাপাশি মিষ্টি ও খেলনা কিনে পরিবারের সবাইকে খুশি করেছি।”


সাংস্কৃতিক কর্মী রতন বিশ্বাস জানান—“তেলজুড়ী মেলাকে ঘিরে এলাকাবাসী এক অনন্য উৎসবে মেতে ওঠে। কন্যারা নাইওর আসেন, জামাই-সন্তান নিয়ে আনন্দ ভাগাভাগি করেন। যেন ঈদের আমেজ বিরাজ করে।”


মিষ্টির দোকানদার সিরাজ বিশ্বাস বলেন—“প্রায় ২০ বছর ধরে এ মেলায় মিষ্টি বিক্রি করছি। আজ শুধু আমিত্তি বিক্রি করেছি প্রায় ২ শত মন। বিক্রি ভালো হচ্ছে।”


তবে ট্রলার ও সাউন্ডবক্সে ওঠতি বয়সী তরুণদের অতিরিক্ত ভিড় এবং উচ্চশব্দে গান বাজানোর কারণে পরিবেশের শ্রী নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন অনেক দর্শনার্থী। তারা মেলা কমিটির উদাসীনতাকেই দায়ী করেছেন।



Post Top Ad

Responsive Ads Here