রামেকে প্যাথলজি বিভাগ চালুসহ ৭ দফা দাবিতে ছাত্র সংগ্রাম পরিষদের স্বারকলিপি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ৩০, ২০২১

রামেকে প্যাথলজি বিভাগ চালুসহ ৭ দফা দাবিতে ছাত্র সংগ্রাম পরিষদের স্বারকলিপি




ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগ ২৪ ঘন্টা চালুসহ ৭ দফা দাবিতে স্বারকলিপি প্রদান করেছে ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার দুপুর ২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানীর নিকট স্বারকলিপি পেশ করেন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। 


তাদের দাবিগুলো হলো, চব্বিশ ঘন্টা প্যাথলজি বিভাগ চালু রাখতে হবে। কোভিড-১৯ রোগীসহ সকল রোগীর জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিটিস্ক্যানসহ সকল প্রকার পরীক্ষা ও পরীক্ষার রিপোর্ট স্বল্প সময়ের মধ্যে দিতে হবে এবং উক্ত কেন্দ্র ২৪ ঘন্টা খোলা রাখতে হবে। হাসপাতালে মৃত রোগীর লাশবাহী সকল ধরনের গাড়ির ভাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশ প্রশাসন কর্তৃক নির্ধারিত হারে গ্রহণ করতে হবে এবং ভাড়ার তালিকা হাসপাতালে টাঙ্গানো থাকতে হবে। হাসপাতালে আই.সি.ইউ বেড সংখ্যা বৃদ্ধি করতে হবে। কোভিড-১৯ টেস্টের ব্যবস্থা আরো বাড়াতে হবে। হাসপাতালে প্রতারক চক্রের অপতৎপরতা বন্ধ করতে হবে। প্রত্যেক রোগীকে সরকার কর্তৃক বরাদ্দকৃত ওষুধ প্রয়োজন অনুযায়ী সরবরাহ করতে হবে।


স্বারকলিপি প্রদান শেষে হাসপাতাল পরিচালকের সাথে সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ মতবিনিময় করেন। এসময় হাসপাতাল পরিচালক সংগ্রাম পরিষদের দাবি-দাওয়া বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টার প্রতিশ্রুতি দেন এবং সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ তাকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এসময় সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ হাসপাতাল পরিচালককে বলেন, আপনার কর্মকান্ড ইতোমধ্যে রাজশাহীর মানুষের মধ্যে আস্থার সৃষ্টি করেছে এবং প্রশংসিত হয়েছে। ভবিষ্যতে যে কোন ধরনের সহযোগিতা দিতে সংগ্রাম পরিষদ প্রস্তুত রয়েছে। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের নেতা রাকসু’র সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ, সাবেক ছাত্রনেতা মেরাজুল আলম মেরাজ, কামরান হাফিজ, শাহরিয়ার রহমান সন্দেশ, ফারুক হোসেন, সজিব। এসময় স্ম^ারকলিপি পাঠ করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক।

Post Top Ad

Responsive Ads Here