উত্তাল পদ্মায় অতিরিক্ত যাত্রী নিয়ে ছাড়ছে লঞ্চ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ১৯, ২০২১

উত্তাল পদ্মায় অতিরিক্ত যাত্রী নিয়ে ছাড়ছে লঞ্চ



সময় সংবাদ ডেস্কঃ



 মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে দুটি কন্ট্রোল রুম বসিয়েও লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠা নিয়ন্ত্রণে রাখতে পারছে না পুলিশ। করোনা ঝুঁকির মধ্যে উত্তাল পদ্মা পার হতে তিন কিলোমিটার ঘুরে চলছে সেখানকার সব ফেরি। এতে অতিরিক্ত সময় ফেরিতে গাদাগাদি-ঠাসাঠাসি করে থাকতে হচ্ছে যাত্রীদের।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ-মহাব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম বলেন, উত্তাল পদ্মায় ফেরি চলতে সমস্যা হচ্ছে। তীব্র স্রোতের কারণে সব ফেরি চলতে পারছে না। অন্যদিকে স্রোত ও পানি বাড়ায় তিন-চার কিলোমিটার ঘুরে চলছে ফেরিগুলো।


এতে ফেরিতে যাওয়া-আসায় সময় লাগছে বেশি। ফলে ফেরির ট্রিপ কমে যাচ্ছে। এ কারণে ঘাটে গাড়ির জট লাগছে। শিমুলিয়া ঘটেই পণ্যবাহী ট্রাকসহ অর্ধ-সহস্রাধিক গাড়ি আটকা পড়েছে। এখানে এখন ১৬টি ফেরি আর ৮৬টি লঞ্চ চলাচল করছে বলে তিনি জানান।


ওদিকে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলার কথা থাকলেও সোমবার সকালে দেখা গেছে, অতিরিক্ত যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। লঞ্চ ঘাটে পা ফেলার জায়গা নেই। আর ফেরিতে গাদাগাদি-ঠাসাঠাসি করে দাঁড়িয়ে থাকছে যাত্রীরা। লঞ্চ, ফেরি কোথাও কোনো রকম স্বাস্থ্যবিধির বালাই নেই।



মাওয়া নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মো. সিরাজুল কবির বলেন, পদ্মার প্রবল স্রোতে অতিরিক্ত যাত্রী বহন করছে ছোট আকারের লঞ্চগুলো। পরিস্থিতি সামাল দিতে সকালে ঘাটে পুলিশ দুটি কন্ট্রোল রুম বসিয়েছে। তবু যাত্রীদের ঠেকানো যাচ্ছে না। 

Post Top Ad

Responsive Ads Here