বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ১৯, ২০২১

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু



সময় সংবাদ ডেস্কঃ


 বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯ জন ও উপসর্গে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতাল ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তবে করোনায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ২ জন অন্য জেলার বাসিন্দা।

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনায় নতুন মৃত্যু নিয়ে জেলায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৫১২ জনে।


সোমবার বেলা সোয়া ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।


ডা. তুহিন বলেন, গত ২৪ ঘণ্টায় ৪৯৪টি নমুনা পরীক্ষায় ১৬৯ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ১৭০ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ১২৫ জন। করোনা রোগীদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৯১ জন। এদের মধ্যে শজিমেক হাসপাতালে ২৩৯ জন, মোহাম্মদ আলী হাসপাতালে ২৪৫ জন ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসাপাতালে ১০৭ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৩৪ দশমিক ২১ শতাংশ।



জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২টি পরীক্ষায় ১০৩ জন, জীন এক্সপার্ট পরীক্ষায় ১১টি নমুনা পরীক্ষায় ৪ জন, র‌্যাপিড এন্টিজেন কিট পরীক্ষায় ১৭১টি নমুনা পরীক্ষায় শনাক্ত হন ৪৯ জন। আর টিএমএসএস হাসপালের পিসিআর ল্যাবে ৩০টি নমুনা পরীক্ষায় শনাক্ত হন ১৩ জন।

Post Top Ad

Responsive Ads Here