ফরিদপুর:
ফরিদপুরে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব এর পক্ষ থেকে ৫০০ মানুষ এর মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব এর সভাপতি মো: খায়ের মিয়ার পক্ষ থেকে ফরিদপুর জেনারেল হাসপাতাল, জনতা ব্যাংকের মোড়, আওয়ামীলীগ অফিসের সামনে এই খাবার বিতরণ করা হয়।
এই সময় হাসপাতালে আসা রোগি, স্বজন ও অসহায় পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ক্লাব এর উপদেষ্টা দীপক কুমার মজুমদার, কোতয়ালী থানা আ'লীগ এর সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, লিপু, মিঠু, আনিস, অতুল, অনুপ, জাকির সহ আরো অনেকে।
উল্লেখ্য এই মহামারী করোনা পরিস্থিতিতে শহরের অধিকাংশ হোটেল, রেস্তোরাঁ বন্ধ থাকায় শহরে বিভিন্ন কাজে আসা ভুক্তভোগী, ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করাকে শহরের বিশিষ্টজনেরা সাধুবাদ জানিয়েছেন।