চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ মঙ্গলবার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ১৯, ২০২১

চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ মঙ্গলবার




সময় সংবাদ ডেস্কঃ



 সৌদি আরবের সঙ্গে মিল রেখে মঙ্গলবার চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে উদযাপিত হবে ঈদুল আজহা। সকাল ৯টায় সাতকানিয়া উপজেলার মীর্জাখীল দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন দরবারের সাজ্জাদানশীন মাওলানা মোহাম্মদ মছউদুর রহমান।

মাওলানা মোহাম্মদ মছউদুর রহমান বলেন, চার মাযহাবের সমন্বিত ‘আল ফিকাহ আলা মাযাহিবিল আরবায়া’ গ্রন্থ অনুযায়ী পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে সব স্থানেই ঈদ উদযাপনের বিধি রয়েছে। সে হিসেবে মীর্জাখীল দরবার শরীফের অনুসারীরা ২শ’ বছর ধরে আগাম ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছে। এছাড়া চন্দনাইশ উপজেলার জাহাঁগিরিয়া মমতাজিয়া দরবারের অনুসারীরাও একইভাবে ঈদ উদযাপন করে আসছে।


মির্জাখীল দরবার শরীফ পরিচালনা কমিটির সদস্য হেলাদুল হাই বলেন, করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ঈদের জামাত হবে। যেসব এলাকায় অনুসারী কম তারা মির্জাখীল দরবার শরীফে এসে নামাজ আদায় করেন। এছাড়া যেসব এলাকায় বেশি তাদের নিজ নিজ এলাকায় ছোট পরিসরে জামাতের আয়োজন করতে বলা হয়েছে।


চট্টগ্রামের যেসব গ্রামে ঈদুল আজহা উদযাপিত হবে সেগুলো হলো- সাতকানিয়া উপজেলার মীর্জাখীল, চরতি, সুইপুর, গাটিয়াডাঙ্গা ও কেরাণীহাট, পটিয়া উপজেলার কালারপোল, হাইদগাঁও, মল্লপাড়া ও বাহুলী, চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর, গাছবাড়িয়া, হারালা, বাইনজুড়ী, কানাইমাদারি ও ঢেমশা, আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ, বরুমছড়া, বারখাইন, সরকারহাট, গহিরা ও বারশত, বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ, খরণদ্বীপ, পূর্ব গোমদণ্ডী ও পশ্চিম কধুরখীল, বাঁশখালী উপজেলার কালীপুর, চাম্বল, শেখেরখীল, পুঁইছড়ি ও ডোমার এবং লোহাগাড়া উপজেলার ধর্মপুর ও কলাউজান।



এছাড়াও বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়ার বেশ কয়েকটি গ্রামে মির্জাখীল দরবার শরীফের অনুসারী রয়েছেন। তারাও মঙ্গলবার ঈদ উদযাপন করবেন।

Post Top Ad

Responsive Ads Here