আসামি নিয়ে যাওয়ার পথে গাড়ীর সিলিন্ডার বিস্ফোরণে দুই পুলিশ দগ্ধ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৩, ২০২১

আসামি নিয়ে যাওয়ার পথে গাড়ীর সিলিন্ডার বিস্ফোরণে দুই পুলিশ দগ্ধ




আবু সাঈদ শাকিল নোয়াখালী প্রতিনিধিঃ


নোয়াখালী জেলা কারাগার থেকে আজ বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকায় আসামি নিয়ে যাওয়ার পথে বিস্ফোরণ হয়, এ দুর্ঘটনা দগ্ধ ২ পুলিশ। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা কারাগার থেকে ৪ আসামি নিয়ে লক্ষ্মীপুর যাওয়ার পথে বহনকারী মাইক্রোবাসের সিলিন্ডারের বিস্ফোরণে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় রাকেশ ও বেসান্ত নামের দুই পুলিশ কনস্টেবল দগ্ধ হয়েছেন। নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


আসামি বহনকারী গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে ২ পুলিশ সদস্য ঝলসে গেছেন। কনস্টেবল রাকেশ ও বেসান্তের অবস্থা আশঙ্কাজনক। তাদের ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।


বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার বলেন, লক্ষ্মীপুর নেওয়ার পথে কেন্দুরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ৪ আসামি বেগমগঞ্জ মডেল থানা হেফাজতে রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here