আবু সাঈদ শাকিল নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলা কারাগার থেকে আজ বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকায় আসামি নিয়ে যাওয়ার পথে বিস্ফোরণ হয়, এ দুর্ঘটনা দগ্ধ ২ পুলিশ। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা কারাগার থেকে ৪ আসামি নিয়ে লক্ষ্মীপুর যাওয়ার পথে বহনকারী মাইক্রোবাসের সিলিন্ডারের বিস্ফোরণে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় রাকেশ ও বেসান্ত নামের দুই পুলিশ কনস্টেবল দগ্ধ হয়েছেন। নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামি বহনকারী গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে ২ পুলিশ সদস্য ঝলসে গেছেন। কনস্টেবল রাকেশ ও বেসান্তের অবস্থা আশঙ্কাজনক। তাদের ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার বলেন, লক্ষ্মীপুর নেওয়ার পথে কেন্দুরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ৪ আসামি বেগমগঞ্জ মডেল থানা হেফাজতে রয়েছে।