২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি কমেছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ০৫, ২০২১

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি কমেছে


  


আন্তর্জাতিক ডেস্কঃ




প্রাণহানি করোনাভাইরাসের (কোভিড-১৯) তাণ্ডবে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরো ৭ হাজার ৭১৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ২ হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৫ লাখ ৭৪ হাজার ৪৩৫ জনে।

একই সময়ে এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ৮৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১ লাখ ৮৫ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২২ কোটি ১০ লাখ ৭৫ হাজার ৯৫১ জনে দাঁড়িয়েছে।


করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে রোববার সকাল সাড়ে ৮টার দিকে এসব তথ্য পাওয়া গেছে।


ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৬২৯ জন এবং মারা গেছেন ৫৭৬ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৭ লাখ ৬৫ হাজার ৩০৩ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৬৫ হাজার ৮৫৮ জন মারা গেছেন।






















এদিকে বিশ্বে দৈনিক প্রাণহানির তালিকায় রাশিয়া দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৭৯৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৭৮০ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬৯ লাখ ৯৩ হাজার ৯৫৪ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৪০৭ জনের।


দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৭২৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৪০৯ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৪ লাখ ৫ হাজার ২৯৪ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬২ হাজার ২২১ জনের।


আর করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০৯ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮০৪ জন। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৮৬৪ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৩ হাজার ৩৬২ জনের।


এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১১ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯২৪ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ২৯ লাখ ৮৭ হাজার ৬১৫ জন এবং মারা গেছেন ৪ লাখ ৪০ হাজার ৫৬৭ জন।


এদিকে গত ২৪ ঘণ্টায় ইরানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১৫ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪০৪ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৫১ লাখ ৩ হাজার ৫৩৭ জন করোনায় আক্রান্ত এবং ১ লাখ ১০ হাজার ৬৪ জন মারা গেছেন।


এছাড়া গত ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩৯ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭২৭ জন। আর মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪১ লাখ ২৩ হাজার ৬১৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৪৬৯ জনের।


এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৬৮ লাখ ২৬ হাজার ৪২ জন, যুক্তরাজ্যে ৬৯ লাখ ৪১ হাজার ৬১১ জন, ইতালিতে ৪৫ লাখ ৬৬ হাজার ১২৬ জন, তুরস্কে ৬৪ লাখ ৭৮ হাজার ৬৬৩ জন, স্পেনে ৪৮ লাখ ৭৭ হাজার ৭৫৫ জন এবং জার্মানিতে ৪০ লাখ ৫ হাজার ৪৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।


অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১৪ হাজার ৮৫৬ জন, যুক্তরাজ্যে এক লাখ ৩৩ হাজার ১৬১ জন, ইতালিতে এক লাখ ২৯ হাজার ৪৬৬ জন, তুরস্কে ৫৭ হাজার ৮৩৭ জন, স্পেনে ৮৪ হাজার ৭৯৫ জন এবং জার্মানিতে ৯২ হাজার ৮৪৯ জন মারা গেছেন।


প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়।

Post Top Ad

Responsive Ads Here