শ্রমিক দের কর্ম বিরতি, আটকা পড়েছে শত শত গাড়ি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২১, ২০২১

শ্রমিক দের কর্ম বিরতি, আটকা পড়েছে শত শত গাড়ি





সময় সংবাদ ডেস্কঃ



 সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদান ও সড়কে ট্রাফিকের চাঁদাবাজি বন্ধসহ ১৫ দফা দাবিতে সারা দেশের মতো বরিশালেও ৭২ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছে পণ্য পরিবহন মালিক-শ্রমিকরা। মঙ্গলবার সকাল ৬টা থেকে এই কর্মবিরতি শুরু হয়।


সকাল থেকে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বিমান বন্দর এলাকায় বিভিন্ন জেলা থেকে আসা ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইমুভার, মিনিট্রাক ও পিকাপ আটকে দেয় তারা।


এতে বিমানবন্দর মোড় এলাকায় আটকে পড়ে পণ্যবাহী শত শত যানবাহন।



দাবির পক্ষে বেলা সাড়ে ১১টায় ওই এলাকায় বিক্ষোভ মিছিল করে তারা।  

জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন কালাম মোল্লা বলেন, সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদান, সড়কে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বন্ধ, পণ্য পরিবহন খাতে (ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইমুভার-ট্রেইলার প্রভৃতি) সরকার নিবন্ধিত শ্রমিক ইউনিয়নগুলোর গঠনতন্ত্র সম্মত কল্যাণ তহবিলের চাঁদা সংগ্রহের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারসহ ১৫ দফা দাবিতে এই কর্মবিরতি শুরু হয়েছে।


দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ছালাম।

Post Top Ad

Responsive Ads Here