মাকে খুন করে ঘরের মেঝেতে দুই বছর পুঁতে রেখেছিল ছেলে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৬, ২০২১

মাকে খুন করে ঘরের মেঝেতে দুই বছর পুঁতে রেখেছিল ছেলে


 


আন্তর্জাতিক ডেস্কঃ



নিজের জন্মদাতা মাকে খুন করে নিজ ঘরের মেঝেতেই পুঁতে রেখেছিল পাষণ্ড এক ছেলে। মাটির উপর থেকে ওই জায়গায় নিয়মিত ধূপও দিতেন। এভাবে পেরিয়ে যায় দুটি বছর। অবশেষে এ চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এলে শিউরে উঠেন এলাকাবাসী।

ভারতের পশ্চিমঙ্গের বর্ধমানে ঘটছে এ লোমহর্ষক ঘটনা। অভিযুক্ত গ্রেফতার ওই ছেলের নাম শেখ নয়ন। তার মাকে খুনের কারণ জিজ্ঞেসে সাংবাদিকদের নয়ন জানান, মা নোংরা পথে চলে গিয়েছিল। বারণ করা হলেও শুনত না। তাই খুন করে মাটিতে পুঁতে দিয়েছি।


বুধবার নয়নকে সঙ্গে নিয়ে মাটি খুঁড়ে হাড়গোড় উদ্ধার করে বর্ধমানের পুলিশ। পুলিশের ঘণ্টাখানেকের চেষ্টায় মৃতের মাথার খুলি, হাড়গোড় উদ্ধার করা সম্ভব হয়েছে। 


জানা গেছে, ছোট ছেলে নয়নের সঙ্গেই থাকতেন মা সুকরানা বিবি। ২০১৯ সালের জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন সুকরানা। তার বড় ছেলে কিসমত বহু জায়গায় খোঁজাখুঁজি করেও মায়ের হদিশ পাননি।


নয়নের সঙ্গে অশান্তি হওয়ায় তার স্ত্রী মাস চারেক ধরেই রয়েছেন বাপের বাড়িতে। সোমবার নয়নের দাদা শেখ কিসমত এবং কিসমতের স্ত্রী মিলি বিবি সেখানে যান তার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু ফিরতে অস্বীকার করেন নয়নের স্ত্রী। এবং সুকরানাকে খুন করে মাটিতে পুঁতে রাখার বিষয়টিও তিনি জানান কিসমতকে।


এরপর দাদা কিসমত মঙ্গলবার সকালে এলাকার তৃণমূল নেতা শেখ জামালকে গোটা বিষয়টি জানান। তার পর অভিযুক্ত নয়নকে তৃণমূল পার্টি অফিসে আটকে রেখে বর্ধমান থানায় খবর দেওয়া হয়। এবং পুলিশ নয়নকে আটক করে। জিজ্ঞাসাবাদের সময়ই তিনি খুনের কথা স্বীকার করেন।


বুধবার অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সেই সময় সেখানে ছিলেন ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিক। এ নিয়ে বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী বলেছেন, উদ্ধার হওয়া খুলি এবং হাড়গোড় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজের পুলিশ মর্গে।

Post Top Ad

Responsive Ads Here