সময় সংবাদ ডেস্কঃ
দেশে এলো চীনের সিনোফার্মের আরো ৫০ লাখ ডোজ টিকা। শুক্রবার রাত ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এ টিকা এসে পৌঁছায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এর আগে গত ১১ সেপ্টেম্বর একই কম্পানির কাছ থেকে কেনা টিকার আরো এক লটে ৫৪ লাখ এক হাজার ৩৫০ ডোজ টিকা দেশে আসে। অর্থাৎ গত আট দিনের মধ্যে সিনোফার্মের এক কোটি চার লাখ এক হাজার ৩৫০ ডোজ টিকা দেশে এসেছে। এ নিয়ে চীনের সিনোফার্মের মোট দুই কোটি ৪৯ লাখ এক হাজার ৩৫০ ডোজ টিকা এসেছে বাংলাদেশে, যার মধ্যে ১১ লাখ ডোজ চীন সরকারের উপহার হিসেবে পাওয়া।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা শুক্রবার রাতে আসা ওই টিকা গ্রহণ করে ইপিআই সংরক্ষণাগারে রেখেছেন বলে জানান অধিদপ্তরের পরিচালক (ইপিআই) ডা. সামসুল হক।
সূত্র অনুসারে, এ নিয়ে দেশে চারটি ব্র্যান্ডের মোট চার কোটি ৯৩ লাখ ৭০ হাজার ডোজের বেশি টিকা দেশে এসেছে। চীন থেকেই এসেছে সবচেয়ে বেশিসংখ্যক টিকা। এর মধ্যে গত আট দিনের মধ্যে চীন ও বুলগেরিয়া মিলে দেশে এসেছে এক কোটি ছয় লাখ ৭১ হাজার ৩৫০ ডোজ টিকা।
এদিকে দেশে এ পর্যন্ত মোট টিকা দেওয়া হয়েছে তিন কোটি ৬৭ লাখ ৪৭ হাজার ৩২ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছে দুই কোটি ২১ লাখ ৫১ হাজার ৬০৫ জন ও দুই ডোজ পূর্ণ করেছে এক কোটি ৪৫ লাখ ৯৫ হাজার ৪২৭ জন। গতকাল এক দিনে টিকা নিয়েছে পাঁচ লাখ এক হাজার ৪১ জন। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছে দুই লাখ ৯৭ হাজার ১৭ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছে দুই লাখ চার হাজার ২৪ জন।