শিক্ষক করোনা আক্রান্ত,বিদ্যালয়ের সবার নমুনা পরীক্ষা নির্দেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৩, ২০২১

শিক্ষক করোনা আক্রান্ত,বিদ্যালয়ের সবার নমুনা পরীক্ষা নির্দেশ


 



জেলা প্রতিনিধিঃ



 মংলায় একটি বালিকা বিদ্যালয়ের শিক্ষক পুলিন কুমার মন্ডল করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বুধবার দুপুরে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ অবস্থায় সংক্রমণ প্রতিরোধে বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থীর নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার।


মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেন চন্দ্র হালদার জানান, শিক্ষক পুলিন কুমার মন্ডল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।



মঙ্গলবার সকালে তিনি বিদ্যালয়ে পাঠদানের জন্য আসেন। বিদ্যালয়ে প্রবেশকালে তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক ছিল। কিন্তু পরবর্তীতে শিক্ষক কক্ষে বসে তিনি শরীরে জ্বর অনুভব করেন এবং কাশি দিতে থাকেন। একপর্যায়ে ফোন করে জানতে পারেন তার স্ত্রীর করোনা শনাক্ত হয়েছে।


বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দেওয়ার জন্য অনুরোধ করা হয়। বুধবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।  

ইউএনও কমলেশ মজুমদার বলেন, বিদ্যালয়ের এক শিক্ষকের করোনা শনাক্ত হওয়ায় সব শিক্ষক ও শিক্ষার্থীকে নমুনা পরীক্ষার জন্য বলা হয়েছে। রিপোর্ট এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here