সময় সংবাদ ডেস্কঃ
মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরি করার অভিযোগে রাতভর অভিযানে ১১ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার সকাল ১০টায় রাজধানীর মিরপুরের শাহআলী এলাকা হতে সংঘবদ্ধ এ চোরদের গ্রেফতার করে র্যাব-৪।
র্যাব জানায়, গতকাল রোববার রাত থেকে গ্রেফতার অভিযান চালিয়ে আজ সকাল ১০টার দিকে অভিযান শেষ হয়।
২০১৩ সালে মেট্রোরেল তৈরির পরিকল্পনা শুরু হলেও এর বাস্তবায়ন শুরু হয় ২০১৬ সালে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাস্তবায়িত করা হবে এ প্রকল্প।

