জেলা প্রতিনিধিঃ
লঘুচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। হাতিয়ার ইউএনও মো. ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার সকাল থেকে হাতিয়া-ঢাকা লঞ্চ চলাচল, হাতিয়া-চট্টগ্রাম স্টিমার চলাচল ও হাতিয়া-বয়ারচর-চেয়ারম্যান ঘাট সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
ইউএনও মো. ইমরান হোসেন বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাগর ও নদী উত্তাল থাকায় রোববার সকাল ১০টা থেকে হাতিয়ার সঙ্গে সারাদেশের সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নৌযানগুলোকে নিরাপদ অবস্থানে থাকতে বলা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলেই নৌযান চলাচলের অনুমতি দেওয়া হবে।