ভারতে পাচার হওয়া ৩৬ বাংলাদেশী দেশে ফিরেছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২০, ২০২১

ভারতে পাচার হওয়া ৩৬ বাংলাদেশী দেশে ফিরেছে




সময় সংবাদ ডেস্কঃ



 ভারতে পাচার হওয়ার পর বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৩৬ জন বাংলাদেশি। ২০ জন পুরুষ ও ১৬ জন নারীর মধ্যে অধিকাংশের বয়স ১৩-১৮ বছর।

সোমবার দুপুরে ওই ৩৬ জনকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের প্রেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।


ফেরত আসারা হলেন- সাতক্ষীরার বদর সরদারের মেয়ে মাজেদা খাতুন, হাফিজুরের মেয়ে হালিমা খাতুন, ঠাকুরগাঁওয়ের ভারত চন্দ্রের ছেলে নিত্যানন্দ রায়, রাজবাড়ীর কুমারেশ বালার মেয়ে প্রিয়া বালা, সুনামগঞ্জের আব্দুর রাজ্জাকের মেয়ে আমেনা খাতুন, বাগেরহাটের রহিম খানের মেয়ে রহিমা খাতুন, রুহুল আমিনের ছেলে রাকিব হাওলাদার, আল-আমিনের ছেলে সোহেল, মাসুম শেখের ছেলে আবু শেখ, আজগর আলীর ছেলে শহিদুল, আব্দুস সলামের ছেলে রকিবুল ইসলাম, সুশান্ত মণ্ডলের ছেলে দিপু মণ্ডল, মামুন হাওলাদারের মেয়ে লাবনী আক্তার, পিরোজপুরের সালাম মৃধার মেয়ে মুক্তা আক্তার, নড়াইলের ইকবাল হোসেনের মেয়ে করুণা বিবি, নাইম শেখের মেয়ে নিশা আক্তার ও তার ছেলে আবু বক্কার, রাজশাহীর খায়রুল ইসলামের মেয়ে রুমী খাতুন, ফরিদপুরের মকিম শেখের মেয়ে নার্গিস খাতুন, যশোরের মাসুম শেখের মেয়ে আয়েশা খাতুন, জাহিদুল ইসলাম মোল্যার মেয়ে জেসমিন আক্তার, সরোয়ার হোসেনের ছেলে সাকিল হোসেন, মশিউরের ছেলে রাকিব শেখ, আইয়ুব আলীর ছেলে রুহুল হাসান, আব্দুল আলীমের ছেলে সাকিব হাসান, বরিশালের সেলিমের ছেলে জুয়েল সরদার, কুড়িগ্রামের হামিদুলের ছেলে শাহজালাল, গোপালগঞ্জের মিলন সরদারের ছেলে জব্বার সরদার, মুন্সিগঞ্জের বিজয় বায়দার ছেলে এরিন বায়দা, কুমিল্লার আব্দুল জলিলের ছেলে শায়ন হোসেন, খুলনার সাত্তার হালদারের ছেলে মোস্তাফিজুর রহমান, জামাল গাজীর ছেলে মোস্তফা গাজী, আব্দুর রহমান গাজীর ছেলে আবুল হাসান, জিয়ারুল ইসলামের ছেলে শিমুল ইসলাম, বরুণ মণ্ডলের মেয়ে আন্না মণ্ডল, পিরোজপুরের জিহাদ হোসেনের ছেলে জাহিদ হাসান।


বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আহসান হাবিব বলেন, ফেরত আসারা দালালদের মাধ্যমে বিভিন্ন সময় ভারতের বিভিন্ন শহরে পাচার হয়। সেখানে তারা নানা ধরনের কাজ করার সময় পুলিশের হাতে আটক হয়। আদালতের মাধ্যমে দেড় থেকে দুই বছর জেল খেটে সোমবার বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত এসেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here