একদিনে আরো ২৪৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Tuesday, September 21, 2021

একদিনে আরো ২৪৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি




সময় সংবাদ ডেস্কঃ




সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৪৬ ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২১১ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। আর এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯ জন।  

মঙ্গলবার বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২৪৬ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়ায় এক হাজার ৩১ জনে।


ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ৮৩৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৯৫ জন।


প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছেন ১৬ হাজার ২২২ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫ হাজার ১৩২ জন রোগী।


No comments: