পাপন মনে করেন তিনি মারা যাওয়ার আগে কেউ সভাপতি হতে চাইবেন না - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২১, ২০২১

পাপন মনে করেন তিনি মারা যাওয়ার আগে কেউ সভাপতি হতে চাইবেন না


 



সময় সংবাদ ডেস্কঃ


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ ছাড়তে মরিয়া নাজমুল হাসান পাপন। এবার নতুন কারো হাতে বোর্ডের দায়িত্ব তুলে দিতে চান তিনি। তবে পাপন মনে করেন, তিনি মারা যাওয়ার আগে কেউ সভাপতি হতে চাইবে না।

আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। নতুন কারো হাতে বোর্ডের দায়িত্ব তুলে দেওয়ার লক্ষ্যে আসন্ন নির্বাচনের জন্য নিজের নেতৃত্বে কোনো প্যানেল ঘোষণা করেননি নাজমুল হাসান পাপন। 


গত দুই নির্বাচনে পাপন পেয়েছিলেন নিরঙ্কুশ বিজয়। এবারও তাকেই সবাই সভাপতি পদের জন্য ঠেলছেন। কিন্তু পাপনের চাওয়া, বিসিবি সভাপতির আসনে নতুন কেউ আসুক।


এ বিষয়ে তিনি বলেন, ‘নতুন ধারণা, নতুন মন না আসলে সব একই ধারায় চলতে থাকে। আমি মনেপ্রাণে চাচ্ছি নতুন কেউ আসুক। এজন্য এবারই প্রথম আমার কোনো প্যানেল নেই। যে খুশি নির্বাচনে দাঁড়াতে পারে।’




তিনি আরো বলেন, ‘আমি জিতলে পরিচালক হতে চাইব। কিন্তু আমার প্রথম অনুরোধই থাকবে, আমি সভাপতি হতে চাই না। প্যানেল দিয়ে দিলে কেউ নির্বাচনে দাঁড়ায়ই না, প্রতিদ্বন্দ্বিতা হয় না। এবার প্যানেলই নেই। বলার সুযোগ নেই- ও আমার প্রার্থী।’


পাপন যোগ করেন, ‘এবার চাইব ভোটাভুটি হোক। এজন্য নেতৃত্ব গড়ে তোলা উচিৎ। বাংলাদেশে নেতৃত্বের অভাব নেই। কিন্তু কেউ বিসিবি সভাপতি পদে আসতে চায় না। সবাই শুধু পরিচালক হতে চায়। সভাপতি পদের কথা বললে কেউ আর কথা বলে না। আমি চেষ্টা করব নতুন কাউকে আনতে।’


পরিশেষে বিসিবি সভাপতি বলেন, ‘নতুন কেউ আসলে খুশি হব। আমি নির্বাচনে হেরে গেলেও নতুন সভাপতিকে সহায়তা করব। আমি যদি এখানে থাকি, আমার মনে হচ্ছে আমি মারা যাওয়ার আগে পর্যন্ত কেউ এই পদটা নিতে চাইবে না। এটা একটা ভুল জিনিস।’



Post Top Ad

Responsive Ads Here