
জানা গেল ইভা রহমানের নতুন স্বামীর পরিচয় সহ টপ টেন নিউজ
* দেশে করোনায় একদিনে ২৬ মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ২৫১ জনে।
একই সময়ে ১ হাজার ৫৫৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জন।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬৫ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৩ হাজার ১০৬ জন।
*দুর্গাপূজায় ৩ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে তিন কোটি টাকার আর্থিক অনুদান দিয়েছেন।
সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্টের সচিব ডা. দিলীপ কুমার ঘোষের কাছে প্রধানমন্ত্রীর পক্ষে এ চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। ২০২০ সালের মার্চে করোনাভাইরাস মহামারি শুরুর পর এই প্রথম বিদেশ সফর তার।
*সাংবাদিকদের ব্যাংক হিসাব তলবের চিঠি অপ্রত্যাশিত: স্বরাষ্ট্রমন্ত্রী
১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের চিঠিটি অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকদের ব্যাংক হিসাব চাওয়ার চিঠি অপ্রত্যাশিত। আপনাদের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। ঘটনাগুলো অপ্রত্যাশিতভাবে হয়েছে।
তিনি বলেন, ব্যাংক হিসাব চাওয়ার বিষয়ে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলেছি। তিনিও আপনাদের মতো একটি চিঠির কথা বলেছেন। সেই চিঠির উৎপত্তিটা কোথায় সেটি আমি দেখেছি। আমার মনে হয় একটা ভুল বোঝাবুঝির মাধ্যমে চিঠিটা গিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এভাবে দেওয়া উচিত হয়নি। আমরা এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।
*নতুন আরো ২৭৫ ডেঙ্গুরোগী হাসপাতালে
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৭৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকাতেই ২১১ জন ভর্তি হয়েছেন।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৭৫ জনের মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ২১১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪ জন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৭২ জন।
*আগামী মাসেই গণপরিসরে টিকাদান: স্বাস্থ্য অধিদফতর
আগামী অক্টোবর মাস থেকে আবারো গণপরিসরে টিকা কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে সরকারের। এ লক্ষ্যে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হবে।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, করোনা প্রতিরোধক ভ্যাকসিন ক্যাম্পেইনের মাধ্যমে ১ কোটিসহ প্রতি মাসে নিয়মিত প্রায় ২ কোটি টিকা দেওয়া হবে।
গণমাধ্যমে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, গণহারে শুরু হতে যাওয়া এ টিকা কর্মসূচিকে আমরা গণটিকা বলছি না। তবে ব্যাপক আকারে আমরা এ টিকা দেব।
*ডিসেম্বরই চূড়ান্ত হবে ড্যাপ: স্থানীয় সরকারমন্ত্রী
আগামী ডিসেম্বরের মধ্যেই রাজধানী ঢাকাকে ঘিরে তৈরি করা ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আমরা এরই মধ্যে ড্যাপের অংশীজনদের মতামত নিয়েছি। এখন পর্যালোচনা চলছে। আশা করছি ডিসেম্বরের মধ্যেই তা চূড়ান্ত করা যাবে।
*স্বাস্থ্যের সাবেক ডিজিসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন
স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালকের নাম অন্তর্ভুক্ত করে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমসহ ছয় জনের বিরুদ্ধ চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে ওই চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র নিশ্চিত করেছেন।
তাদের বিরুদ্ধে লাইসেন্স নবায়নবিহীন বন্ধ রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর, সমঝোতা স্মারক সম্পাদন এবং নমুনা পরীক্ষা বাবদ ও করোনা চিকিৎসায় খরচ বাবদ ৩ কোটি ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
* জানা গেল ইভা রহমানের নতুন স্বামীর পরিচয়
এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের প্রাক্তন স্ত্রী ও গায়িকা ইভা রহমান নতুন করে ঘর বেঁধেছেন। সোমবার খবরটি প্রকাশ্যে আসে। এদিকে জানা গেছে ইভা রহমানের নতুন স্বামীর পরিচয়ও।
এ দম্পতির একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, ইভার নতুন স্বামী সোহেল আরমান পেশায় ব্যবসায়ী। বর্তমানে রাজধানীর গুলশানে বসবাস করছেন ইভা-সোহেল।
মাহফুজুর রহমানের সঙ্গে ইভা রহমানের দাম্পত্য কলহ বেশ কয়েক বছর আগে থেকেই। এ কারণে তারা আলাদা থাকতেন। অবশেষে গত জুন মাসে বিবাহ বিচ্ছেদ করেন তারা। গত ১৭ সেপ্টেম্বর ডিভোর্সের সার্টিফিকেট হাতে পান ইভা। এরপরই সোহেল আরমানকে বিয়ে করেন। ছোট পরিসরে পারিবারিক আয়োজনে সম্পন্ন হয়েছে তাদের বিয়ে।
*কোটি টাকার মালিক সিলেটি সাঈদ, চুরিই তার প্রধান পেশা
পণ্য বোঝাই কাভার্ডভ্যান। থাকার কথা চট্টগ্রাম বন্দরে, কিন্তু চোর চক্রের খপ্পরে পড়ে সেটি এখন ডিবি পুলিশের হেফাজতে। চুরি হওয়া ৪৭০০ পিস গার্মেন্টস পণ্য ও দুটি কাভার্ডভ্যানসহ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা দীর্ঘদিন ধরে রফতানি পণ্য চুরির সঙ্গে জড়িত।
কয়েক কোটি টাকার মালিক সিলেটি সাঈদসহ সাতজনকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে নানা তথ্য। গত কয়েক বছরে চক্রটি পাঁচ হাজারেরও বেশি চুরির কথা স্বীকার করেছে।
এ চক্রের মূল হোতা মোহাম্মদ সাহেদ ওরফে সিলেটি সাঈদ। সারাদেশে তার রয়েছে বিশাল চোরাই সিন্ডিকেট। রফতানি পণ্যবোঝাই কাভার্ডভ্যান থেকে কয়েক ধাপে চুরি করে এ চক্র। পণ্যবোঝাই পরিবহন রওনা হয় চট্টগ্রামের উদ্দেশে। চক্রটি সুকৌশলে কাভার্ডভ্যানটি তাদের নিজস্ব গোডাউনে নিয়ে যায়। পরে ভ্যান থেকে কার্টন খুলে কিছু পণ্য সরিয়ে ফেলে। কখনো কখনো মহাসড়কের নির্জন স্থানেই চুরি করা হয় পণ্য।
* প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে হ্যান্ডকাফসহ আসামির পলায়ন
চাঁদপুরে রেলওয়ে নিরাপত্তাবাহিনী সদস্যরা ওয়াসফিটে রেললাইনে ব্যবহৃত চুরি যাওয়া ১৬টি ফিসপ্লেটের মধ্যে ১০টি ফিস প্লেট উদ্ধারসহ দুই আসামিকে আটক করে। পরে আটক দুই আসামির মধ্যে ১ জন মোহন গাজী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
আটককৃতরা হলেন কাঁচ্চা কলোনির জলিল গাজীর ছেলে মনির গাজী ও রতন গাজীর ছেলে মো. মোহন গাজী।
রোববার বিকেলে তাদেরকে বিশেষ অভিযান চালিয়ে আটক করলেও রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে নিরাপত্তা প্রহরী মানিক গাজীর প্রহরায় থাকা থেকে তাকে ধাক্কা মেরে ফেলে দুই চোর হ্যান্ডকাফসহ দৌড়ে পালিয়ে যায়।
