আন্তর্জাতিক ডেস্কঃ
নেপালে বাস দুর্ঘটনায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় মুগু জেলায় এই ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।
নেপালের গণমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার দেশটির মুগু জেলায় একটি বাসে করে ভ্রমণ করছিলেন বহু যাত্রী। পাহাড়ি পথে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং প্রায় ১ হাজার ফুট (৩০০ মিটার) নিচে পড়ে যায়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরের ঠিক পরপরই এই দুর্ঘটনা ঘটে বলেও জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট বলছে, বাসটিতে মোট ৪৫ জন যাত্রী ছিলেন। ৩২ জন নিহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনায় আরো ১৩ জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এছাড়া নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানিয়েছে তারা।
এদিকে দুর্ঘটনার বেশ কিছু ছবি প্রকাশ করেছে নেপালের সংবাদমাধ্যমগুলো। সেখানে উদ্ধারকর্মীদেরকে হতাহতদের এবং ব্যাগসহ তাদের অন্যান্য জিনিসপত্র বহন করতে দেখা যায়।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে কিছু রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, দুর্ঘটনায় পতিত হওয়ার আগে বাসটির ব্রেক ফেল হয়ে থাকতে পারে।
উল্লেখ্য, পার্বত্য দেশ নেপালে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ ব্যাপার। মূলত খারাপ রাস্তা অথবা দুর্বল রক্ষণাবেক্ষণ হওয়া যানবাহনের কারণেই এসব দুর্ঘটনা ঘটে থাকে।