চোরকে উদ্ধার করতে যেয়ে আহত ৫ পুলিশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ১৩, ২০২১

চোরকে উদ্ধার করতে যেয়ে আহত ৫ পুলিশ


 


বোয়ালমারী ফরিদপুর প্রতিনিধিঃ



ফরিদপুরের বোয়ালমারীতে ভ্যান চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়। সেই ব্যক্তিকে গণপিটুনি থেকে বাঁচাতে গিয়ে জনতার রোষানলে পড়ে আহত হয়েছেন পাঁচ পুলিশ সদস্য।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বোয়ালমারীর রূপাপাত ইউনিয়নের কাটাগড় এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ সূত্রে জানা গেছে, কাটাগড় গ্রামের শের আলী নামে এক ব্যক্তির একটি ভ্যান চুরি হয়। সালথা উপজেলার সোনাপুর গ্রাম থেকে মঞ্জুর মোল্লা (৪১) নামের এক ব্যক্তিকে চোর সন্দেহে ধরে বাড়িতে নিয়ে আসেন শের আলীর পরিবারের লোকজন। মঞ্জুর বাড়ি মাগুরায়।


সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত মঞ্জুরকে নির্যাতন করা হয়। খবর পেয়ে বোয়ালমারীর ডহননগর পুলিশ তদন্ত কেন্দ্রের এক কর্মকর্তা, তিন কনস্টেবল ও গাড়িচালকসহ পাঁচ পুলিশ ঘটনাস্থলে যান। এ সময় এলাকাবাসী পুলিশের ওপর হামলা চালালে উপ-পরিদর্শক মো. সালাউদ্দিন, কনস্টেবল মো. হাবিব, মো. জাফর ও মো. মাসুদ এবং গাড়িচালক মো. সবুজ আহত হন।


ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মোক্তার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এলাকাবাসী হামলা চালায়। হামলায় পুলিশ সদস্যরা আহত হন। পরে বোয়ালমারী থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ভ্যান চোর সন্দেহে আটককে উদ্ধার করে।


বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, চোরসহ তিন জনকে আটক করে থানায় আনা হয়েছে। ওই এলাকায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

Post Top Ad

Responsive Ads Here