আজ প্রথমবারের মত ক্রিকেট ইতিহাসে ইংলিশদের সাথে টাইগারদের ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ২৭, ২০২১

আজ প্রথমবারের মত ক্রিকেট ইতিহাসে ইংলিশদের সাথে টাইগারদের ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে

 


সময় সংবাদ ডেস্কঃ


টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ১১৬টি ম্যাচ খেলেছে। তবে এ পর্যন্ত একবারও খেলা হয়নি ইংলিশদের সঙ্গে। আজ প্রথমবারের মতো বিশ্বকাপ এবং ক্রিকেটের এ সংস্করণে দেখা হতে যাচ্ছে দুই দলের।
সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে এদিন বিকেল ৪টায় আবুধাবিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন মাহমুদউল্লাহ বাহিনী। 

ইংলিশদের বিপক্ষে প্রথম লড়াইয়ে জিততে মুখিয়ে আছে টাইগাররা। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে দারুণ ছন্দে আছে ইংলিশরা। ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও জিটিভি।

টাইগার দলে আলোচিত ব্যাটার লিটন কুমার দাসকেই দেখা যেতে পারে ম্যাচ ওপেনিংয়ে। তবে পিঠের চোটে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া সাইফ উদ্দিনের বদলি হিসেবে দলে ফিরতে পারেন পেসার তাসকিন আহমেদ। 






বাঁ পায়ের গোড়ালিতে চোটের কারণে ইংলিশদের দলে না থাকা মার্ক উড ফিরছেন এ ম্যাচে। অতিরিক্ত পেসার না খেলালে ইংলিশদের দলের তিনে দেখা যেতে পারে ডেভিড মালানকে।

বর্তমান দল নিয়ে ইংল্যান্ডকে ভয় পাচ্ছে না লাল-সবুজ জার্সিধারীরা। এক সময় ইংল্যান্ডের পেস বোলিং কোচ ছিলেন ওটিস গিবসন। বর্তমানে তিনি টাইগারদের একই দায়িত্ব পালন করছেন। ওটিস গিবসন বলেন, ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটের মাঝেই আসবে সুযোগ, ঠাণ্ডা মাথায় সেটা লুফে নিতে হবে। তাহলেই মিলবে সাফল্য।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নুরুল হাসান (উইকেট কিপার), আফিফ হোসেন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: ইয়ন মরগান (অধিনায়ক), জেসন রয়, জশ বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমাল মিলস/মার্ক উড।

Post Top Ad

Responsive Ads Here