কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ২৭, ২০২১

কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার


  


জেলা প্রতিনিধিঃ


নোয়াখালীর চাটখিলে তাহমিনা আক্তার সোনিয়া নামে ১৯ বছর বয়সী এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত তাহমিনা একই গ্রামের তুফানী বাড়ির আবুধাবি প্রবাসী জহির উদ্দিনের মেয়ে। তিনি উপজেলার আবদুল ওয়াহাব ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।


চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের বলেন, মরদেহটি উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।



নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তাহমিনা। তিনি মানসিক রোগী ছিলেন। একেক সময় একেক ধরনের কথা বলতেন। গ্রাম্য ডাক্তার ও কবিরাজ দিয়ে তিন-চার মাস ধরে তার চিকিৎসা করালেও অবস্থার উন্নতি হয়নি।

Post Top Ad

Responsive Ads Here