সড়ক থেকে নবজাতকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২৩, ২০২১

সড়ক থেকে নবজাতকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার


  

জেলা প্রতিনিধিঃ



বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়ায় একদিন বয়সী নবজাতকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে দশানী-গিলাতলা সড়কের কাড়াপাড়া আশ্রমের মাঠ-সংলগ্ন রাস্তা থেকে লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

নবজাতককে প্রথম দেখতে পান কাড়াপাড়া হাইস্কুল মসজিদের ইমাম মোশাররফ হাওলাদার।


তিনি জানান, ফজরের নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে যাচ্ছিলাম। বের হয়ে আশ্রমের মাঠ এবং মসজিদের আগের মোড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালে দেখি রাস্তায় কিছু একটা পড়ে আছে।


তিনি আরও বলেন, পরে ভালোভাবে দেখি একটি মৃত বাচ্চা। বাচ্চাটির চোখ-মুখ কুকুরে বা কিছুতে ক্ষতবিক্ষত করেছে। আমি পার্শ্ববর্তী লোকদের ডেকে পলিথিনে মুড়িয়ে রাখি ও জনপ্রতিনিধিদের খবর দেই। বাচ্চাটিকে দেখে মনে হয়েছে সদ্যভূমিষ্ঠ এবং রাতের কোনো একসময় কেউ বাচ্চাটিকে রাস্তায় ফেলে গেছে।


















কাড়াপাড়া ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য আরিফুল ইসলাম বলেন, আশ্রমের মাঠ-সংলগ্ন রাস্তার পাশ থেকে মৃত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং পুলিশকে খবর দিয়েছি।

Post Top Ad

Responsive Ads Here