এবার উদ্ধার হলো সবজি ব্যাবসায়ীর হাত,পা বাধা বিবস্ত্র লাশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ১১, ২০২১

এবার উদ্ধার হলো সবজি ব্যাবসায়ীর হাত,পা বাধা বিবস্ত্র লাশ


 



জেলা প্রতিনিধিঃ



মানিকগঞ্জে এক সবজি ব্যবসায়ীর হাত-পা বাঁধা বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টায় সদর উপজেলার বেতিলা তোরদেনা এলাকা থেকে রবিন মিয়া নামে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রবিন সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কলাসী গ্রামের মজিবুর রহমানের ছেলে।


ইজিবাইক চালক হিরণ মিয়া জানান, রোববার (১০ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে তার ইজিবাইকে করে রবিন মানিকগঞ্জ সবজি আড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে বেতিলা-বালিরটেক সড়কের তেরদোনা এলাকায় রাস্তায় বাঁশ ফেলে ৮/১০ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় তাদের কাছ থেকে টাকা পয়সা ও ইজিবাইক ছিনিয়ে নেয়া হয়। এরপর দুজনকে দুদিকে নিয়ে যাওয়া হয়। মাথায় আঘাতের কারণে জ্ঞান হারান হিরণ। জ্ঞান ফেরার পর ব্যবসায়ী রবিনের হাত পা বাঁধা ও বিবস্ত্র মরদেহ দেখতে পান তিনি। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে থানায় খবর দেওয়া হয়।


সদর থানার ওসি আকবর আলী খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ছিনতাই, পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Post Top Ad

Responsive Ads Here