বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে হত্যা করেছে এক বখাটে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ২০, ২০২১

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে হত্যা করেছে এক বখাটে


  


জেলা প্রতিনিধিঃ



জয়পুরহাটে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে হত্যা করেছে এক বখাটে। বাধা দিতে গেলে পরিবারের আরো চারজনকে কুপিয়ে জখম করে সে।

নিহত ময়নুল ইসলাম জয়পুরহাট সদরের জগদীশপুর গ্রামের বাসিন্দা। বখাটে আব্দুল হাকিম একই গ্রামের বাসিন্দা। গ্রেফতারের পর আদালতে ময়নুলকে হত্যার দায় স্বীকার করেছে সে।


নিহতের মা ময়না বেগম জানান, তার ১৬ বছর বয়সী স্বামী পরিত্যক্তা মেয়েকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করছিল আব্দুল হাকিম। প্রেম ও বিয়েসহ নানা প্রলোভন দেখাচ্ছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় রোববার সন্ধ্যায় সে ধারালো অস্ত্র দিয়ে ওই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম করে। তাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ময়নুলের মৃত্যু হয়। আহত বাকি তিনজন জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান, অভিযুক্ত আব্দুল হাকিম একজন চিহ্নিত চোরাকারবারি। মঙ্গলবার বিকেলে তাকে জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এ ঘটনায় আব্দুল হাকিমসহ পাঁচজনকে আসামি করে মামলা করেছেন নিহত ময়নুল ইসলামের বড় ভাই।

Post Top Ad

Responsive Ads Here