লজ্জার ইতিহাসে সাক্ষী থাকবে ভিরাট কোহলির ভারত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২৫, ২০২১

লজ্জার ইতিহাসে সাক্ষী থাকবে ভিরাট কোহলির ভারত


 

আন্তর্জাতিক ডেস্কঃ



প্রথমবার বিশ্বকাপে পাকিস্তানের কাছে হার। লজ্জার ইতিহাসের সাক্ষী থাকল বিরাট কোহলির ভারত। রোহিত শর্মা, কে এল রাহুল, জাশপ্রীত বুমরাহ, মোহম্মদ শামি। একের পর এক বিশ্বমানের ক্রিকেটার থাকা সত্ত্বেও পাকিস্তানের কাছে গতকাল রবিবার কার্যত অসহায় আত্মসমর্পণ করতে হল বিরাট বাহিনীকে।



ম্যাচের পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম স্বীকার করে নিলেন, শুরুতে দু'টি উইকেট ম্যাচ অনেকটাই তাদের পক্ষে এনে দিয়েছেন। বাবরের কথায়, “আমরা নিজেদের পরিকল্পনা দারুণভাবে কাজে লাগিয়েছি। প্রথম দিকের উইকেটগুলো খুবই সাহায্য করেছে। বিশেষত শাহিনের নেওয়া উইকেট আমাদের মধ্যে একটা আলাদা আত্মবিশ্বাস এনে দিয়েছিল।



সেটাই বাকি ম্যাচে বজায় রেখেছি আমরা। স্পিনাররাও ভাল বোলিং করেছে। ”

ব্যাট করতে নেমে ৫২ বলে ৬৮ রানে অপরাজিত থেকে যান বাবর। নিজের ব্যাটিং নিয়ে বাবর বলেছেন, “সব সহজ রেখে নিজেদের দক্ষতার উপরে জোর দেওয়াই আমাদের লক্ষ্য ছিল।


চেয়েছিলাম ক্রিজ কামড়ে পড়ে থাকতে। আট ওভারের পর থেকে শিশির দেখা দেয়। তারপরে বল ব্যাটে ভালই আসছিল। তবে এখনই এই জয় নিয়ে বেশি ভাবতে চাই না। এই ছন্দটা ধরে রাখাই আমাদের মূল লক্ষ্য।

প্রতিটা ম্যাচ ধরে ধরে এগিয়ে যাব। ”

ম্যাচের পর বাবর আবার বলে দিয়েছেন, অতীতের পরিসংখ্যান মাথায় রেখে তাঁরা নামেননি। তাঁর মুখে নতুন পাকিস্তান দলের কথা। তাঁর কথায়, “আমাদের মধ্যে কোনও চাপ ছিল না। পুরনো রেকর্ডের কথা কিছুই আমরা মাথায় রাখিনি। প্রত্যেক ক্রিকেটারের পাশে দাঁড়াতে চেয়েছিলাম। ওরা খুব ভাল প্রস্তুতি নিয়েছে। বিশ্বকাপের আগে কোনও প্রতিযোগিতায় খেললে সেটা সাহায্য করবেই। তার জন্যেই এই ম্যাচের আগে আমাদের ক্রিকেটাররা অনেক আত্মবিশ্বাসী হয়ে নামতে পেরেছে।

Post Top Ad

Responsive Ads Here