বিশ্বজুড়ে করোনা ভাইরাসে সুস্থ্য ২১ কোটি ৫৮ লাখ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ১১, ২০২১

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে সুস্থ্য ২১ কোটি ৫৮ লাখ


 



আন্তর্জাতিক ডেস্কঃ




বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। এই করোনাভাইরাসের ছোবলে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৮ লাখ ৬৭ হাজার মানুষের। আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৮৬ লাখের বেশি মানুষ। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে ইতোমধ্যে ২১ কোটি ৫৮ লাখের মতো মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।



ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল ৭টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৪৮ লাখ ৬৬ হাজার ৯৫২ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ২৩ কোটি ৮৬ লাখ ৩০ হাজার ৩৩ জন মানুষ।


তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ২১ কোটি ৫৭ লাখ ৯০ হাজার ৭০১ জন সুস্থ হয়ে উঠেছেন।



২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Post Top Ad

Responsive Ads Here