ক্যাসিনোকাণ্ড ও অর্থপাচার মামলায় জয় গোপালের জামিন বাতিল করেছে আপিল বিভাগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ০২, ২০২১

ক্যাসিনোকাণ্ড ও অর্থপাচার মামলায় জয় গোপালের জামিন বাতিল করেছে আপিল বিভাগ


 





সময় সংবাদ ডেস্কঃ



ক্যাসিনোকাণ্ড ও অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সাবেক সেক্রেটারি জয় গোপাল সরকারকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছে আপিল বিভাগ।

 মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ পাঁচ বিচারকের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জয় গোপালের পক্ষে শুনানি করেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।


দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।


এর আগে, ১৯ আগস্ট চার মামলায় জয় গোপালকে জামিন দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। সেই আপিলের শুনানি নিয়ে জামিন বাতিলের আদেশ দিলো আপিল বিভাগ।




ক্লাবে ক্যাসিনো পরিচালনার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি কেরাণীগঞ্জের একটি ভবন থেকে সিআইডি পুলিশের একটি দল এনামুল হক এনু ও রুপন ভূঁইয়া নামে দুই ভাইকে গ্রেফাতার করে। এরপর গেন্ডারিয়া থানায় মানি লন্ডারিং আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়।


আদালতে এনু ও রুপনের দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে উঠে আসে জয় গোপালের নাম। তদন্তের এক পর্যায়ে সিআইডি গত বছর ১৩ জুলাই লালবাগ থেকে গ্রেফতার করে জয় গোপালকে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।


জয় গোপাল একসময় ওয়ান্ডারার্স ক্লাবের ফুটবলার ছিলেন। অবসরে গিয়ে ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য ও পরে ক্যাশিয়ারের দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি ক্লাবটির সাধারণ সম্পাদক হন।

 

Post Top Ad

Responsive Ads Here