বোয়ালমারী পৌর আ'লীগের সাধারণ সম্পাদক খসরু মিয়া আর নেই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ২৬, ২০২১

বোয়ালমারী পৌর আ'লীগের সাধারণ সম্পাদক খসরু মিয়া আর নেই

 
 ফাইল ছবি -বোয়ালমারী পৌর আ'লীগের সাধারণ সম্পাদক খসরু মিয়া


আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী(ফরিদপুর)প্রতিনিধি : 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার প্রবীণ রাজনীতিবিদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক ওসিএলএজডি আলহাজ্ব মোঃ নুরুজ্জামান খশরু মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। শুক্রবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।

 মৃত্যুকালে তিনি তিন সন্তান, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বেলা এগারোটায় ছোলনা সালামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। প্রবীণ এই রাজনীতিবীদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ মো: আব্দুর রহমান, সাবেক সাংসদ শাহ্ মো: আবু জাফর, ফরিদপুর -১ আসনের সাংসদ মনজুর হোসেন, সাবেক সাংসদ আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম,ঢাকা মহানগর দক্ষিণ আ'লীগের সহ-সভাপতি ডা: দিলীপ রায়, বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সভাপতি এড. মো: লিয়াকত শিকদার, বাংলাদেশ ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খান মঈনুল ইসলাম মোস্তাক,উপজেলা আ'লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান মিরদাহ পিকুলসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ শোকাহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here