আলফাডাঙ্গা প্রতিনিধিঃ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ফরিদপুর জেলা শাখার সভাপতি ভবতোষ বসু রায়ের আলফাডাঙ্গায় আগমন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন সংগঠনটির উপজেলা শাখার নেতৃবৃন্দ।
শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা সদর বাজারে এ শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আলফাডাঙ্গা উপজেলা শাখার উপদেষ্টা প্রকাশ কুণ্ডু, সভাপতি অসিত কুমার মৃধা, সহ-সভাপতি গৌর কুণ্ডু, সাধারণ সম্পাদক অমল পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুজিত কুমার মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদক মনিতারা মণ্ডল, গ্রন্থাগার সম্পাদক বিষ্ণু বিশ্বাস ও তথ্য বিষয়ক সম্পাদক সুজিত পাল প্রমুখ।