গ্যাস - তেলের দাম কমাতে জো বাইডেনের ঘোষণা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ২৪, ২০২১

গ্যাস - তেলের দাম কমাতে জো বাইডেনের ঘোষণা


 






আন্তর্জাতিক ডেস্কঃ



রাষ্ট্রীয়ভাবে মজুদ করে রাখা তেল থেকে ৫ কোটি ব্যারেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেল ও গ্যাসের দাম কমাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার (২৩ নভেম্বর) এই ঘোষণা দিয়েছেন।


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে বলেছেন, "আমি আমেরিকান পরিবারগুলোর জন্য গ্যাস এবং তেলের দাম কমানোর উদ্দেশ্যে নতুন পদক্ষেপের ঘোষণা করছি। মার্কিন জ্বালানি বিভাগ আমেরিকানদের জন্য গ্যাস এবং তেলের দাম কমাতে কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে ৫ কোটি ব্যারেল তেল সরবরাহ করবে।



"

তিনি আরও বলেন, "সরবরাহের অভাব মেটাতে আমি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কাজ করছি। আমাদের কূটনৈতিক প্রচেষ্টার ফলস্বরূপ চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্র এবং যুক্তরাজ্যসহ অন্যান্য প্রধান জ্বালানি খরচকারী দেশগুলোও এই পদক্ষেপ নেবে। "


উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে জ্বলানি তেলের দাম বেড়ে যাওয়ায় ব্যাপক মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। যার ফলে আমেরিকানদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।



সেই চাপের মুখে পড়েই বাইডেন সরকার এই পদক্ষেপ নিল। শুধু তাই নয় জ্বালানির দাম কমাতে ইতিহাসে এই প্রথম বিশ্বে এই ধরনের যৌথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here