দরিদ্র গ্রামীণ নারীদের উন্নয়নে সরকার কাজ করছে: ফজিলাতুন নেছা ইন্দিরা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারী ২০, ২০২২

দরিদ্র গ্রামীণ নারীদের উন্নয়নে সরকার কাজ করছে: ফজিলাতুন নেছা ইন্দিরা

 

দরিদ্র গ্রামীণ নারীদের উন্নয়নে সরকার কাজ করছে: ফজিলাতুন নেছা ইন্দিরা



নিজস্ব প্রতিবেদকঃ

 মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেশা ইন্দিরা বলেছেন, সরকার দেশের দরিদ্র গ্রামীণ মহিলাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করছে। সরকার ভিজিডির মাধ্যমে দরিদ্র নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে।

বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ভিজিডি কর্মসূচির আওতায় চুক্তিবদ্ধ এনজিওগুলোর নির্বাহী পরিচালকদের এক ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত এই কর্মশালার সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন।


মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন হাওলাদার, অতিরিক্ত সচিব মো. A.A.M. মহিউদ্দিন ওসমানী ও এ.কে. এম শামীম আক্তারসহ মন্ত্রণালয়, বিভাগ, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।


ইন্দিরা বলেন, গ্রামীণ দরিদ্র মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়ন বাস্তবায়ন একটি ব্যাপক সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এটি দরিদ্র এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে এবং তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


তিনি আরও বলেন, ভিজিডি কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হলো বাংলাদেশের দরিদ্র ও নিঃস্ব গ্রামীণ নারীদের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক উন্নতি করা যাতে তারা বিদ্যমান খাদ্য নিরাপত্তাহীনতা, অপুষ্টি, অর্থনৈতিক নিরাপত্তাহীনতা এবং নিম্ন সামাজিক অবস্থা সফলভাবে কাটিয়ে উঠতে পারে। চরম দারিদ্র্য স্তরের উপরে বেঁচে থাকা। অর্জন করতে পারে।


বেসরকারি সংস্থাগুলো (এনজিও) উন্নয়ন কাজের অন্যতম অংশীদার উল্লেখ করে প্রতিমন্ত্রী ভিজিডির মাধ্যমে দরিদ্র নারীদের উন্নয়নে সরকারের গৃহীত উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান।


তিনি আরও বলেন, যথাযথ কার্যক্রম বাস্তবায়ন হলে সরকারও প্রতিষ্ঠানগুলোর ভালো কাজকে ইতিবাচকভাবে মূল্যায়ন করবে।


সুলতানা আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আহমেদ চৌধুরী ও এনজিও প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আবুল হোসেন।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here