অসহায় নারীর চিকিৎসার দায়িত্ব নিলেন ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারী ২০, ২০২২

অসহায় নারীর চিকিৎসার দায়িত্ব নিলেন ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া

অসহায় নারীর চিকিৎসার দায়িত্ব নিলেন ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া
অসহায় নারীর চিকিৎসার দায়িত্ব নিলেন ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে এক অসহায় প্রসূতি নারী রাশিদার চিকিৎসার দায়িত্ব নিলেন কাউখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া। জানা যায়, কাউখালী উপজেলার আইরণ গ্রামের আবাসনে থাকা রিকসা চালক আলনগীরের স্ত্রী রাশিদা গত মঙ্গলবার কাউখালী সদরের প্রাইভেট মা ক্লিনিকে ভর্তি হয়ে বিভিন্ন পরীক্ষা এবং টেষ্ট করার পরে ডাক্তার জানিয়েছেন রোগীর নরমাল ডেলিভারির করার কোন সুযোগ নেই। সিজার করা বাধ্যতা মূলক হয়ে দাড়িয়েছে। সিজার করার কথা শুনে দরিদ্র পরিবারটি টাকার জন্য চিন্তিত হয়ে পরে। টাকার অভাবে সিজার করতে পারছেনা প্রসূতি নারী রাশিদার বিষয়টি যোগযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়ার চোখে পড়ার সাথে সাথে বুধাবার রাতে ভাইস চেয়ারম্যান মা ক্লিনিকে এসে প্রসূতি রাশিদার খোজ খরব নেন এবং চিকিৎসার সব খরচ তার হাতে তুলেদেন। এসময় উপস্থিত ছিলেন কাউখালী সদর ইউপি চেয়ারম্যান ও মা ক্লিনিকের পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ। বুধবার রাতেই রাশিদার সিজার সম্পন্ন হয়। রাশিদা একটি ফুটফুটে কন্যা সন্তানের মা হয়েছেন। মা ও মেয়ে দুজনই ভালো আছেন। 


উল্লেখ্য রাশিদার ৪ বছরের একটি ছেলে রয়েছে, তার নাম গোলাম রাব্বানি। রাশিদার প্রথম সন্তান মা ক্লিনিকেই নরমাল ডেলিভারি হয়। 





Post Top Ad

Responsive Ads Here