বেলকুচি প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ |
উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জে বেলকুচি প্রেসক্লাবের উদ্যোগে দেড় শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বেলকুচি প্রেসক্লাব চত্বরে এ কম্বল বিতরণ করা হয়।
বেলকুচি প্রেসক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক গোলাম মোস্তফা রুবেলের সঞ্চালনায় ও সভাপতি গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, এ সময় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য নারায়ন মালাকার, এম এ মুছা, পারভেজ আলী, সবুজ সরকার, উজ্জ্বল অধিকারী, টুটুল শেখ, আব্দুর রাজ্জাক বাবু, ফারুক সরকার, মান্নান শেখ প্রমূখ।