পৃথক দুটি স্থান থেকে ২ নারীর লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারী ২০, ২০২২

পৃথক দুটি স্থান থেকে ২ নারীর লাশ উদ্ধার


 


জেলা প্রতিনিধিঃ


দিনাজপুরের ঘোড়াঘাটে পৃথক দুটি স্থান থেকে ২ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ঘোড়াঘাট উপজেলার কালুপাড়া ও বৈদড় গ্রাম থেকে এই দুটি লাশ উদ্ধার করা হয়। ওই দুই নারী হলেন সুজাতা রানী (১৮), ঘোড়াঘাট উপজলার বুলাকিপুর ইউনিয়নের কালুপাড়া গ্রামের অন্তর চন্দ্র সরকারের স্ত্রী এবং অপরজন একই উপজেলার সিংড়া ইউনিয়নের র্ঋষিঘাট গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী খোতেজা বেগম (৬৫)।  


হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেল সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজিব জানান, বৃহস্পতিবার ঘোড়াঘাটের পৃথক দুটি স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।



এদের মধ্যে সুজাতা রানীর লাশ নিজ ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় ছিল। ১ মাস আগে তার বিবাহ হয়। তার স্বামী পেশায় একজন জেলে। অপরদিকে খোতেজা বেগম পারিবারিক কারণে বিষ পান করে।


পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরো বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসলেই বোঝা যাবে যে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা। লাশ দুটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here