রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাত করে এক যুবককে খুন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারী ২০, ২০২২

রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাত করে এক যুবককে খুন


 


জেলা প্রতিনিধিঃ



কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাত করে এক যুবককে খুন করা হয়েছে। বুধবার রাতে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর এইচ ব্লকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।


স্থানীয়রা জানিয়েছেন, মিয়ানমারে থাকা অবস্থায় মৌলভী মনির হোসেনের সাথে কেফায়েত উল্লাহ’র পরিবারিক বিরোধ ছিল।



পরে বাংলাদেশে এসেও সেই বিরোধ থেকে যায় এবং তারা পাশাপাশি বসবাস করায় সেই বিরোধ আরও বেড়ে যায়।

বুধবার বিকেলে বাড়ির আঙিনায় ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে নিহত মৌলভী মনির হোসেনের সাথে ঝগড়া হয়। পরে রাতে অভিযুক্ত কেফায়েত উল্লাহ তার দলবল নিয়ে মৌলভী মনির হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



এ ঘটনায় মো. ইউনুছ ও ইয়াছিন নামে দুজনকে আটক করেছে ক্যাম্পে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ৮ এপিবিএন পুলিশ।


বিষয়টি নিশ্চিত করেছেন ৮-এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন। এই ঘটনায় আটক ব্যক্তিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।

Post Top Ad

Responsive Ads Here