সুবর্ণচরে টিসিবি পণ্য বিক্রয় শুভ উদ্ধোধন করল ইউএনও চৈতি সর্ববিদ্যা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মার্চ ২১, ২০২২

সুবর্ণচরে টিসিবি পণ্য বিক্রয় শুভ উদ্ধোধন করল ইউএনও চৈতি সর্ববিদ্যা | সময় সংবাদ

সুবর্ণচরে টিসিবি পণ্য বিক্রয় শুভ উদ্ধোধন করল ইউএনও চৈতি সর্ববিদ্যা | সময় সংবাদ 


আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধি: 

নোয়াখালী সুবর্ণচরে হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রী ঘোষিত টিসিবি পণ্য বিক্রয় শুভ উদ্ধোধন করল ইউএনও। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর আওতায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করা হবে।


রোববার (২০ মার্চ) সকাল ১০ টায় চর আমান উল্যাহ ইউনিয়নের দাসেরহাট বাজারে উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা  বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাইছার আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম, চর আমান উল্যাহ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মোঃ বেলায়েত হোসেন ও ইউপি সচিব আবুল কালাম আজাদ।


এছাড়াও আরো উপস্থিত ছিলেন,সংবাদকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ'সহ সকল পেশাজীবী ও উপকারভোগীগণ।


উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা জানান, সুবর্ণচরে চর আমান উল্যাহ ইউনিয়নে উদ্বোধনের মধ্য দিয়ে নিম্ন আয়ের ৫০০ জন পরিবারের মাঝে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রিয় শুরু করা হয়েছে।


তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পবিত্র রমজান উপলক্ষে সমগ্র উপজেলায় পর্যায়ক্রমে ২৬ হাজার ৭ শত ৬০ জন নিম্ন আয়ের পরিবারের মাঝে জেলা প্রশাসনের মাধ্যমে ফ্যামিলি কার্ডের ভিত্তিতে টিসিবির পণ্য বিক্রি অব্যাহত থাকবে।



Post Top Ad

Responsive Ads Here