মুক্তির উৎসবও সুবর্ণজয়ন্তী মেলায় মুক্তিযোদ্ধা সমাবেশ | সময় সংবাদ |
দোয়ারাবাজার প্রতিনিধি:
মুক্তিযোদ্ধের সৃতি বিজড়িত সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তির উৎসবও সুবর্ণজয়ন্তী মেলায় মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১শে মার্চ) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার সফর আলী, মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, সিনিয়র শিক্ষক নজির উদ্দিন, সহকারী শিক্ষক সাকাওয়াত উল্লা মারুফ, উমর আলী, আতাউর রহমান প্রমুখ।
মুক্তিযুদ্ধা সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই বাংলাদেশের জন্ম হয়েছে। পাকিস্তান আমলে বাংলাদেশের উন্নয়নে কোন কাজ হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পরেছিলাম। ৫ নং সেক্টরের অধিনে আমরা বাঁশতলা এলাকায় যুদ্ধ করেছি। সহকর্মীদের অনেকে যুদ্ধ চলাকালীন শহীদ হয়েছেন। তাদের সৃতি ধরে রাখতে হক নগরে শহীদ সৃতিসৌধ তৈরী করা হয়েছে।