বাঁশখালীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন | সময় সংবাদ |
বাঁশখালী,(চট্টগ্রাম) প্রতিনিধি:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ বাঁশখালী পৌরসভাধীন বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়।
সহকারী শিক্ষক আকলিমা নাছরিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এড. এস এম তোফাইল বিন হোছাইন, মেয়র, বাঁশখালী পৌরসভা। প্রধান শিক্ষক শংকর প্রসাদ দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পিটিএ সভাপতি মহিউদ্দিন, এসএমসি সদস্য শহীদুল হক চৌধুরী, টিনা ধর, পিটিএ সহ-সভাপতি আজিজ আহমদ, সদস্য ফরিদ আহমদ, খালেদা বেগম। আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোরশেদা বেগম, রোকেয়া বেগম, উৎপল দেব, মুহাম্মদ নুরুল হক, মোকাদ্দেছা খানম ও সুচন্দা রানী দে। প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনের কেক কাটেন প্রধান অতিথি। সকালবেলা অনুষ্ঠিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
জাতির পিতার জীবনী সংক্রান্ত আলোচনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে অংশগ্রহন করে অনুভব দাশ শুভ্র, শুভশ্রী ধর, আহনাজ মোকাররম প্রিন্স ও ঋত্বিকা ধর। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মুহাম্মদ নুরুল হক ও সুচন্দা রানী দে। প্রধান অতিথি দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন ও বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন তুলে ধরেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে মৌমিতা দেব ও চৈতী দে। সংগীত পরিবেশন করে শ্রীজা ধর, শুভশ্রী ধর, অনিক দে ও চৈতী দে।
রচনা প্রতিযোগিতায় প্রথম হয় অনুভব দাশ শুভ্র, দ্বিতীয় শুভশ্রী ধর ও তৃতীয় মৌমিতা দেব। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয় আহনাজ মোকাররম, দ্বিতীয় আব্দুল্লাহ আল নকিব ও তৃতীয় মিনহাজ উদ্দিন জয়। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।