সালথায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২

সালথায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত | সময় সংবাদ

সালথায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত | সময় সংবাদ


সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় নানা আয়োজনে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ইং পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে এই জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। প্রথমে সকাল ৯টায় উপজেলা পরিষদের চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 


প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ দিয়ে  শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী (এমপি) মাননীয় সংসদ উপনেতা বাংলাদেশ জাতীয় সংসদ এর পক্ষে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এরপর পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, সালথা থানা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সালথা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ,  অফিসার্স ক্লাব, আওয়ামী যুবলীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সালথা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, সালথা সরকারি কলেজসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।


পরে সকাল সাড়ে ৯টায় শত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এতে অংশ নেয় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মী। সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শিশুকিশোর সমাবেশ ও কেক কাটা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর এবং জাতীয় শিশু দিবস ২০২২ইং উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছলিমা আকতারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, মৎস্য অফিসার রাজীব রায়, প্রকৌশলী  মো. তৌহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আসিকুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, নির্বাচন অফিসার মো. তেলায়েত হোসেন, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্লা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আওয়ামী যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্লা, সেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, ছাত্রলীগের সভাপতি রায়মোহন রায় প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 






Post Top Ad

Responsive Ads Here