কোম্পানীগঞ্জে ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর গ্রেফতার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মার্চ ২৭, ২০২২

কোম্পানীগঞ্জে ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর গ্রেফতার | সময় সংবাদ

কোম্পানীগঞ্জে ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর গ্রেফতার | সময় সংবাদ


আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধি: 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভাবির ধর্ষণ মামলায় এজাহারভ্ক্তু পলাতকহ আসামিকে দশ মাস পর গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর  সাইফুল্যাহ কামরুল গ্রেফতার।


শনিবার (২৬ মার্চ) তারেক রহমান আদালতে ১৬৪ ধারায় ধর্ষণের বিষয়টি স্বেচ্ছায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।


এর আগে, শুক্রবার (২৫ মার্চ) রাতে উপজেলার গাংচিল বাজার এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. তারেক রহমান (২৪)কোম্পানীগঞ্জের ৮নং চরএলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের আবুল হাসেমের ছেলে।

 

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এসপি আরও জানান, শুক্রবার রাতে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় নোয়াখালী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক আসাদুজ্জামান ও তানভীরুল হক চৌধুরী অভিযান চালিয়ে মামলার দশ মাস পর তারেক রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়।


তিনি বলেন, ভাবিকে ধর্ষণের ঘটনায় ভিকটিম বাদী হয়ে গত ২০২১ সালের ২০ মে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় তারেক রহমানকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর আসামি গ্রেফতার এড়াতে বিভিন্নস্থানে পালিয়ে ছিলেন। পরে গত বুধবার (২৩ মার্চ) মামলাটি নোয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়।


Post Top Ad

Responsive Ads Here