ফরিদপুরের নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের নিয়ে শিখন বিনিময় সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ২২, ২০২২

ফরিদপুরের নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের নিয়ে শিখন বিনিময় সভা অনুষ্ঠিত



ফরিদপুর প্রতিনিধি:
“সুশাসনে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির জন্য নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধিকরণ” নিয়ে ফরিদপুরে শিখন বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর কবি জসিমউদ্দিন হলে দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এর আয়োজন করে।


বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এর প্রেসিডেন্ট এম হুমায়ন কবির এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দিপক কুমার রায়। এসময় আরো বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ ও বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহেনেয়াজ। 

 

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেনি পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ।


এরআগে “সুশাসনে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির জন্য নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধিকরণ” এর বিষয় নিয়ে ১২৮ জন সরকারী কর্মকর্তা, নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের উপর চালিত জরিপ কার্যক্রমের প্রেজেন্টেশন করেন নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, এনটিভির জেলা প্রতিনিধি সঞ্জিব দাস, প্রফেসর জুহুর আহমেদ, কলেজ ছাত্রী রওনক ফারিয়া ও কমিশনার নাজনীন বেগম।

Post Top Ad

Responsive Ads Here