![]() |
লক্ষ্মীপুরে পুলিশের এসআই হত্যাচেষ্টার মামলায় কারাগারে | সময় সংবাদ |
সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলাতে বৃদ্ধ চাচাতো ভাইকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় এসআই মোহাম্মদ উল্যা রিপনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার সন্ধ্যায় রামগঞ্জ থানার (ওসি) বিষয়টি নিশ্চিত করেন। এর আগে তাকে সাময়িক বরখান্ত করে পুলিশ হেফাজতে নিয়ে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। রিপন নোয়াখালী পুলিশ লাইনন্স রিজার্ভ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামে ১৯/০৩/২২ইং দুপুরে পুকুরের মাছ ভাগ-ভাটোয়ারাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রিপন তার চাচাতো ভাই শহীদ উল্যাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। বর্তমানে শহীদ উল্লাহ ঢাকায় চিকিৎসাধীন আছেন।
এই ঘটনায় আহত শহীদ উল্লাহর ছেলে মো. সাইফুল ইসলাম ওই এসআইসহ ৫পাঁচ জনকে আসামি করে রামগঞ্জ থানায় মামলা করেন। এই ঘটনা জনাজানির পর অভিযুক্ত পুলিশ সদস্য রিপনকে নোয়াখালী জেলা পুলিশ সুপার সাময়িক বরখাস্ত করে পুলিশ হেফাজতে পাঠান। পরে ২১ মার্চ আদালতে পাঠালে করলে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান বিচারক। এই মামলায় অমানত উল্লাহ নামের অপর এক অভিযুক্তকেও করাগারে পাঠানো হয়েছে বলে জানা যায়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন।