চারঘাটে ৩০ মণ ভেজাল গুড়সহ গ্রেফতার একজন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ২২, ২০২২

চারঘাটে ৩০ মণ ভেজাল গুড়সহ গ্রেফতার একজন | সময় সংবাদ

চারঘাটে ৩০ মণ ভেজাল গুড়সহ গ্রেফতার একজন | সময় সংবাদ


ওবায়দুল ইসলাম রবি রাজশাহী:

রাজশাহীর চারঘাট উপজেলা থেকে ৩০মন ভেজাল গুড় জব্দ করেছ থানার একটি পুলিশের একটি চৌকস দল। গতকাল মঙ্গলবার  অনুমান রাত ১১ টার দিকে ৩০ মণ ভেজাল গুড় ও ভেজাল গুড় তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণসামগ্রীসহ একজন ব্যক্তিকে গ্রেফতার  করে চারঘাট মেডেল থানার পুলিশ।  গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ আলী হোসেন(৪০), সে গোপালপুর(সরদারপাড়া) গ্রামের পিতা মৃত আবু বক্কারের ছেলে।


ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে ফরিদপুর মোড় থেকে থানার পুলিশ টিম  জানতে পারে যে, চারঘাট থানাধীন ভায়ালক্ষীপুর ইউনিয়নে অভিযুক্তের নিজ বসত বাড়ীতে চিনির সাথে ক্ষতিকর রাসায়নিক পদার্থ  মিশিয়ে ভেজাল গুড় তৈরি করা হচ্ছে।  ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মোঃ আলী হাসানের বাসায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে চারঘাট মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।  


জব্দকৃত আলামতের বিবরণ ভেজাল গুড়ের ৮০ (আশি)টি পাটারী। মোট ওজন ১২০০ কেজি । গুড় তৈরীর কাঠের ফ্রেম ৫টি,  তিনটি প্লাস্টিকের ছেড়া চিনির বস্তা। একটি সাদা পলিথিনের মধ্যে রক্ষিত হাইড্রোজ। একটি সাদা পলিথিনের মধ্যে রক্ষিত ফিটকিরি।  একটি সাদা পলিথিনের মধ্যে রক্ষিত ডালডা।  একটি সাদা পলিথিনের মধ্যে রক্ষিত পাথরের চুন।  একটি স্বচ্ছ পলিথিনের মধ্যে রক্ষিত  চিনি।

 

উদ্ধারকৃত মালামালের সর্বমোট আনুমানিক মূল্য-৭৮,৯৫০/-(আটাত্তর হাজার নয়শত পঞ্চাশ) টাকা।এই তথ্য নিশ্চত করেছেন ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার,  রাজশাহী।



Post Top Ad

Responsive Ads Here