আম সংরক্ষণে বিশেষ কিছু ভুল | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ২৪, ২০২২

আম সংরক্ষণে বিশেষ কিছু ভুল | সময় সংবাদ

 

আম সংরক্ষণে বিশেষ কিছু ভুল | সময় সংবাদ
আম সংরক্ষণে বিশেষ কিছু ভুল | সময় সংবাদ


সময় সংবাদ ডেস্ক:



বাজারে এখন মৌসুমি ফলের ছড়াছড়ি। তার মধ্যে অন্যতম হচ্ছে আম। যা ছোট থেকে বড় সবারই বেশ পছন্দের। অনেকেই এখন প্রায় প্রতিদিনই আম খাচ্ছেন। তাইতো আমের চাহিদাও বাড়ছে। এই সময় অনেকেই বেশি পরিমাণে আম কিনে বাসায় সংরক্ষণ করেন। এক্ষেত্রে গরমে ঠান্ডা ঠান্ডা খাওয়ার লোভে অনেকেই আম কেটে ফ্রিজে রাখেন।


বিশেষজ্ঞরা বলছেন, আম ফ্রিজে রাখা একদমই ঠিক নয়। কারণ তাতে স্বাদ বদলে যাওয়ার পাশাপাশি স্বাস্থের ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক- 


স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ


এই মৌসুমে সবচেয়ে বেশি যেসব ফল খাওয়া হয় তার মধ্যে একটি হলো আম। এই ফলে পানির পরিমাণ থাকে অনেক বেশি। তাই আম খেলে তা শরীর ভেতর থেকে আর্দ্র রাখে এবং সানস্ট্রোক থেকেও রক্ষা করে। তবে এই ফল ফ্রিজে না রাখাই উত্তম। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন এই ফল বাইরে রেখে খেতে। কারণ স্বাভাবিক তাপমাত্রায় এটি বেশি ভালো থাকে অর্থাৎ পুষ্টিগুণ অটুট থাকে।



কাটা ফল ফ্রিজে রাখা ভুল 


বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, কাটা আম ফ্রিজে সংরক্ষণ না করার। আপনি যদি আম কেটে ফ্রিজে রাখেন তবে তা শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে। সেইসঙ্গে রং ও স্বাদ অনেকটা ম্লান হয়ে যায়। আবার কাটা ফল ফ্রিজে রাখলে তার মাধ্যমে ব্যাকটেরিয়ার সংক্রমণের ভয় থেকে যায়। 


আম ফ্রিজে রাখলে নষ্ট হয় পুষ্টিগুণ 


গবেষকদের দাবি, আম ফ্রিজে রাখলে অ্যান্টিঅক্সিডেন্টের গুণ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। আম স্বাভাবিক তাপমাত্রায় রাখলেই বরং বেশি সুস্বাদু লাগে। সেইসঙ্গে বজায় থাকে এর পুষ্টিগুণও। তাই খুব বেশি দরকার না হলে আম ফ্রিজে রাখা থেকে বিরত থাকুন। দরকারে রাখতে পারেন। সেক্ষেত্রে খুব বেশিদিন না রাখাই ভালো।


সবজির সঙ্গে রাখবেন না।


আম বা যেকোনো ফল সবজির সঙ্গে একসঙ্গে রাখবেন না। এর বদলে আলাদা সংরক্ষণ করুন। এর কারণ হলো, ফল ও সবজি থেকে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয়। তাই এগুলো একসঙ্গে রাখলে স্বাদ, গন্ধ ও পুষ্টিতে পরিবর্তন হতে পারে।



Post Top Ad

Responsive Ads Here