আসুন জেনে নেই কিভাবে মাচায় ছাগল পালন করবেন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ০১, ২০২২

আসুন জেনে নেই কিভাবে মাচায় ছাগল পালন করবেন | সময় সংবাদ

 

আসুন জেনে নেই কিভাবে মাচায় ছাগল পালন করবেন | সময় সংবাদ
আসুন জেনে নেই কিভাবে মাচায় ছাগল পালন করবেন | সময় সংবাদ


কৃষি ডেস্ক:



আমাদের দেশে ছাগল পালন দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে বেকার যুবকদের অনেকেই ছাগল পালন করে বেকারত্ব দূর করছেন। কেউ কেউ লেখাপড়ার পাশাপাশি এটি পালন করে বেশ লাভবান হচ্ছেন।


উন্মুক্ত জায়গা বা মাঠ না থাকলেও মাচা পদ্ধতিতে ছাগল পালন করা যায়। এতে লাভবান হওয়া যায় খুব সহজে। মাচা পদ্ধতিতে ছাগল পালনে অনেক সুবিধা রয়েছে। জেনে নিন ছাগল পালনে সফলতার অন্যতম মাচা পদ্ধতি সম্পর্কে-




এ পদ্ধতিতে ছাগল পালন করতে তেমন খরচ নেই। এছাড়া চিকিৎসা ব্যয়ও অনেকাংশ কম।


মাচা পদ্ধতিতে ছাগল পালনের সুবিধা



অন্যদিকে মাচা পদ্ধতিতে ছাগল পালন করলে ছাগলের সর্দি-কাশি, নিউমোনিয়া রোগ হবে না। কৃমি, উকুন, চর্মরোগ কম হবে। প্রস্রাব, গোবর সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায়। ফলে শরীর পরিষ্কার থাকে।


মাচা পদ্ধতিতে ছাগল পালনের সুবিধা




এ ছাড়া মাচা পদ্ধতিতে ছাগল পালন করলে শীতকালে ঠান্ডা কম লাগে। মাচার ওপর ও নিচ দিয়ে বাতাস চলাচল করে বিধায় মাচা শুকনো থাকে, যা ছাগলের জন্য আরামদায়ক। অন্যদিকে ছাগলের স্বাস্থ্য ভালো থাকে ও উৎপাদন বৃদ্ধি পায়। ফলে ছাগল পালন করে বেশ লাভবান হওয়া যায়।


তথ্যসূত্র: কৃষি তথ্য সার্ভিস

Post Top Ad

Responsive Ads Here