![]() |
আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্মাণাধীন ভবন পরিদর্শন | সময় সংবাদ |
আলফাডাঙ্গা প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্মাণাধীন তিনতলা ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন নবনির্বাচিত কমিটির সদস্যরা।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকাল ৫টায় উপজেলা সদর বাজারের লোকাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নির্মাণাধীন এ ভবনের কাজ পরিদর্শন করেন তারা। পরিদর্শন কালে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা নির্মাণ কাজ ঘুরে দেখেন এবং কাজের গুণগত মান ও অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন।
এসময় আলফাডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর রহমান ও কার্যকারী সদস্য কবীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
খুব শীঘ্রই প্রেসক্লাবের নির্মাণাধীন ভবনের কাজ সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেন তারা।