"পদ্মাসেতুর ছবি তুললে মিলবে পুরস্কার | সময় সংবাদ"
নিজস্ব প্রতিবেদক
পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন উপলক্ষে এক বিশেষ ফটোগ্রাফি ক্যাম্পেইন নিয়ে এসেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আওতায় যেকোনো স্যামসাং ডিভাইসের মাধ্যমে পদ্মাসেতুর ছবি তুলে স্যামসাং ফ্যানরা এখন জিতে নিতে পারেন ব্র্যান্ড-নিউ গ্যালাক্সি এস২২ আলট্রা বা গ্যালাক্সি ট্যাব এ!
ক্যাম্পেইনে অংশ নিতে ব্যবহারকারীদের যেকোনো স্যামসাং স্মার্টফোন দিয়ে পদ্মাসেতুর ছবি তুলতে হবে এবং ভধপবনড়ড়শ.পড়স এ পোস্টের কমেন্টসে #উইথগ্যালাক্সি এবং #স্যামসাং হ্যাশট্যাগসহ ছবিটি আপলোড করতে হবে।
ক্যাম্পেইনের বিজয়ীর জন্য থাকছে একটি গ্যালাক্সি এস২২ আলট্রা স্মার্টফোন, সেই সঙ্গে দ্বিতীয় থেকে দশম স্থান অধিকারীরা প্রত্যেকে পাবেন একটি করে গ্যালাক্সি ট্যাব এ। প্রতিযোগিতায় অংশ নিতে ১৫ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে নিজের তোলা সেরা ছবিটি।
স্যামসাং মোবাইলের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, পদ্মা বহুমুখী সেতু আমাদের দেশের গর্বের প্রতীক। আমরা সবাই সম্প্রতি এ স্থাপনার গৌরবময় উদ্বোধনের সাক্ষী হয়েছি এবং অধীর আগ্রহে এটি ঘুরে আসার অপেক্ষায় রয়েছি। এ গৌরবময় অর্জনের আনন্দকে ছড়িয়ে দিতে স্যামসাং বাংলাদেশ ফ্যানদের জন্য এ ফটো কনটেস্টের আয়োজন করেছে। আমরা আশা করছি, এ ক্যাম্পেইনের মাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে নিজেদের আনন্দ একসঙ্গে ভাগাভাগি করে নেয়ার এক উপলক্ষ্য তৈরি হবে।