দেশে ফিরলেন রওশন এরশাদ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুন ২৭, ২০২২

দেশে ফিরলেন রওশন এরশাদ | সময় সংবাদ

 

"দেশে ফিরলেন রওশন এরশাদ | সময় সংবাদ"

নিজস্ব প্রতিবেদক 


জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ চিকিৎসা শেষে প্রায় ৮ মাস পর থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন।


সোমবার বেলা সাড়ে ১২টার দিকে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বন্দরে অবরতণ করে। রজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম মসীহ এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, রওশন এরশাদকে সংবর্ধনা জানাতে জাপা চেয়ারম্যান জি এম কাদেরসহ দলীয় নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। রওশন এরশাদ বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে হোটেল ওয়েস্টিনে চলে যান। ঢাকায় অবস্থানকালে সেখানেই থাকবেন তিনি।


গোলাম মসীহ আরো জানান, আগামী ৩০ জুন বাজেট অধিবেশনের সমাপনী দিনে উপস্থিত থাকবেন। পরে ৪ জুলাই চিকিৎসার জন্য আবারো থাইল্যান্ড যাবেন।


উল্লেখ্য, গত বছরের ৫ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে থাইল্যান্ডে নেয়া হয়। সেখানে তার সঙ্গে আছেন ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ। এর আগে দেশে প্রায় এক মাসের মতো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।





Post Top Ad

Responsive Ads Here